বরিশাল ॥ নগরীর সদর হাসপাতাল সংলগ্ন এলাকার শতবছরের প্রাচীণ দূর্গা মন্দিরের দেবত্তর সম্পত্তি ভূমিদস্যুদের কবল থেকে রক্ষার দাবিতে সোমবার সকালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মন্দিরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সদর উপজেলাধীন বগুড়া আলেকান্দা মৌজার ৯.৯ শতক দেবত্তর ভূমি শ্রীশ্রী দুর্গামাতা ঠাকুরানীর নামে দান করা হয়। মন্দিরের সেবাইত হিসেবে হেমশঙ্কর বিশ্বাসকে নিযুক্ত করা হয়। কৌশলে সেবাইত হেমশঙ্কর বিশ্বাস আরএস খতিয়ানে উল্লেখিত দেবত্তর ভূমিকে দখলসূত্রে দাবি করে জালিয়াতির আশ্রয় নিয়ে নতুন এসএ খতিয়ান সৃষ্টি করে তার স্ত্রী বাসন্তী বিশ্বাসকে দান করেন। দেবত্তর সম্পত্তি আইনে যা সম্পূর্ন বে-আইনি। বক্তারা আরও বলেন, ওই ভিত্তিহীন দলিল ও কাগজপত্রের মাধ্যমে অতিসম্প্রতি বাসন্তি বিশ্বাস জনৈক মহিউদ্দিন নামের এক প্রবাসীর কাছে মন্দিরের দেবত্তর ভূমি থেকে ৭.৫ শতক বিক্রি করে আত্মগোপন করেন। বক্তারা দেবত্তর সম্পত্তি রক্ষার জন্য প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের