রংপুর সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়নের আদর্শপাড়া পূজামন্ডপে হামলা চালিয়ে কয়েকটি প্রতিমা ভাংচুর করেছে দূর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারে নি। এ ঘটনায় শুক্রবার রংপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রংপুর পূজা উদয়াপন কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সুশান্ত ভৌমিক সুবল ন্যাক্কারজনক এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনার সাথে জড়িতদের কোন রকম ছাড় দেওয়া হবে না।
রংপুর সদর থানার ওসি আব্দুল আজিজ জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে কোন এক সময় দুর্বৃত্তরা সদ্যপুস্করণী ইউনিয়নের আদর্শপাড়া পূজামন্ডপে প্রবেশ করে প্রতিমা ভাংচুর করে পালিয়ে যায়। ওসি জানান, কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা খাতিয়ে দেখছি। তদন্ত চলছে।
এদিকে, রংপুরের কারমাইকেল কলেজে সরস্বতী প্রতিমা ভাংচুরের অভিযোগ উঠেছে। কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, কেবি ছাত্রাবাসের মন্দিরের গ্রিলের ফাঁক দিয়ে লাঠি ঢুকিয়ে সরস্বতী প্রতিমা ফেলে দেওয়া হয়। প্রতিমাটি পড়ে গিয়ে ভেঙে যায়। সকালে শিক্ষার্থীরা ছাত্রাবাসের মন্দিরে গেলে ভাঙা প্রতিমা দেখতে পান। কলেজ প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়। কলেজ প্রশাসন তাজহাট থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ ড. শেখ আনোয়ার হোসেন জানিয়েছেন, প্রতিমা ভাঙার খবরটি জেনে থানায় অভিযোগ দায়ের করেছি। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রোকনুজ্জামান রোকন জানিয়েছেন, কলেজ প্রশাসন অভিযোগ করার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে।