বিজেপিকে রুখতে বিরোধীরা মহাজোট গঠনের প্রস্তুতিতে লেগে রইলেও, সমীক্ষা অনুযায়ী কিন্তু প্রধানমন্ত্রী পদের দাবিদার হিসেবে এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদীই। সৎ-শক্তিশালী এবং একজন দৃঢ় নেতা হিসাবেই মোদীকে মানছে দেশ।
বৃহস্পতিবার প্রকাশিত ডেইলিহান্টের সমীক্ষায় এমনই তথ্য উঠে এল।
দেশের ১ নম্বর খবর এবং আঞ্চলিক ভাষার কনটেন্ট অ্যাপ্লিকেশন ডেইলিহান্ট ও নিয়েলসন ইন্ডিয়া একসঙ্গে মিলে আয়োজন করেছিল ভারতের সর্ববৃহৎ ডিজিটাল রাজনৈতিক সমীক্ষা: ‘ট্রাস্ট অফ দ্য নেশন’, যাতে ৫০ লাখ মানুষ মতামত জানান। সমীক্ষায় উঠে এসেছে ৫০% মানুষই মনে করে নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী হলে দেশকে আরও উন্নত ভবিষ্যৎ দেওয়ার ক্ষমতা রাখেন।
‘ট্রাস্ট অফ দ্য নেশন’-এর সমীক্ষা অনুযায়ী, ২০১৪ সালে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছিলেন সেই সময়ের তুলনায় এবার ৬৪% মতামত দানকারী তাঁর প্রতি তাঁদের অতিরিক্ত আস্থা দেখিয়েছেন এবং গত চার বছরে তাঁর নেতৃত্বে পরিপূর্ণ আস্থা প্রকাশ করেছেন।
জনমত সমীক্ষায় অংশগ্রহণকারীদের তালিকায় দেখা যাচ্ছে বেশি দামি ফোন ব্যবহারকারীদের তুলনায় কমদামি এবং মাঝারি-দামের ফোন ব্যবহারকারীদের ৯০% শতাংশ মানুষই মোদীর সমর্থক হিসাবে উঠে এসেছেন।