৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩০

কেদারনাথে দীপাবলি পালন করবেন মোদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, নভেম্বর ৬, ২০১৮,
  • 350 সংবাদটি পঠিক হয়েছে

 

২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর দীপাবলির সময়টা নরেন্দ্র মোদী সাধারণত রাজধানী দিল্লির বাইরেই কাটিয়েছেন। এবারও তার ব্যাতিক্রম হবে না, এই বছর কেদারনাথে কাটবে মোদীর দীপাবলি। প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর, বুধবারই কেদারনাথ যাবেন মোদী।

গত কয়েকবছর ধরে দেখা গিয়েছে দীপাবলির শুভেচ্ছা বার্তা নিয়ে মোদী সোজা চলে গিয়েছেন জম্মু কাশ্মীর, হিমাচল বা অমৃতসরে। এই চারবছর জওয়ান বা সীমান্ত রক্ষকদের সঙ্গে খোশমেজাজে দীপাবলি পালন করেছেন তিনি। ২০১৪ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেই দীপাবলিতে সিয়াচেন সেনা বেস ক্যাম্পে গিয়েছিলেন। সেদিনই ঘোষণা করেন প্রতি বছর দীপাবলি সেনা ক্যাম্পেই কাটাবেন।

কথাও রেখেছেন, ২০১৫ সালে তিনি যান অমৃতসরের খাসায় সেনা মেমোরিয়ালে। ২০১৬ সালে মোদী দীপাবলি কাটান ভারত-তিব্বত সীমান্তে। ২০১৭ সালে জম্মু কাশ্মীরের বান্দিপোরার গুরেজ যান মোদী। সেখানে সেনা জওয়ানদের সঙ্গে আলোর উৎসবে মেতে ওঠেন। এবার কেদারনাথে।

জানা গেছে, কেদারনাথের “ধ্যান গুহা”য় বছর কুড়ির মোদী নাকি ধ্যান করেছিলেন। গুহাতে কাটিয়েছিলেন কয়েকটা দিন। সেই স্মৃতিতে ফিরতেই মোদীর কেদারনাথ সফর বলে জানা গেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »