৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২৭

অফিশিয়ালি জানানোর আগে কেউ মনোনীত প্রার্থী দাবি করতে পারবেন না

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, নভেম্বর ২০, ২০১৮,
  • 318 সংবাদটি পঠিক হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের মনোনয়নের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ নভেম্বর। এর আগেই চূড়ান্ত প্রার্থিতা জানিয়ে দেওয়া হবে। অফিশিয়ালি জানানোর আগে কেউ মনোনীত প্রার্থী দাবি করতে পারবেন না।’ সোমবার (১৯ নভেম্বর) বিকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  এ বিষয়ে তিনি বলেন, ‘কিছু কিছু পত্রিকায় মনগড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এসব তালিকার কোনও বাস্তবতা নেই। আমরা তো এখন দলীয় না, জোটগতভাবে লড়ছি। তালিকার বিষয়ে আমাদের মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দেবেন।’ওবায়দুল কাদের বলেন, ‘বিভিন্ন দলের সঙ্গে আলাপ-আলোচনা করে, ১৪ দল, জাতীয় পার্টি, যুক্তফ্রন্ট সবার অনুরোধের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে যে, আমরা প্রার্থী মনোনয়ন জোটগতভাবে ঘোষণা দেব।’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »