বরিশাল র্যাব-৮ এর অভিযানে সুন্দরবন এলাকা থেকে ২ জন বনদস্যু/জলদস্যুকে আটক করা হয়। মোস্তফা ওরফে মাছ মামুন বাহিনী সুন্দরবনের শিবসা, ভদ্রা, শ্যালাগাং এবং নদী সংলগ্ন বিভিন্ন খাল, চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল সহ বিভিন্ন এলাকায় নিরীহ জেলেকে অপহরণ ও মাছ ধরার ট্রলারে লুটপাট চালায় এমন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে র্যাব-৮ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হল রমজাইপুর রমাপাল এলাকার মোঃ মাহমুদ সরদারের পুত্র মোঃ রিপন সরদার ওরফে দুধ রিপন (৩৫) ও সাতক্ষীরার শ্যামনগর এলাকার মোঃ আবু সাঈদ গাজী। এসময় তাদের কাছ থেকে আশেপাশে জড়ো হওয়া বনজীবি জেলে, বাওয়ালী ও মাওয়ালীদের সহযোগীতায় ঘটনাস্থলে ব্যাপক তল্লাশী করে গহীন বনের মধ্য হতে জলদস্যুদের ব্যবহৃত ০১টি দোনালা বন্দুক, ০২টি একনালা বন্দুক, ০১টি কাটা বন্দুক, ০২টি ওয়ান স্যুটার গান, ১৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে র্যাব ৮ সদস্যরা। উদ্ধারকৃত আলামত ও সরঞ্জামাদি পর্যবেক্ষন করে সেখানে ০৬ থেকে ০৭ জন জলদস্যুর অবস্থান সম্পর্কে প্রাথমিক ভাবে ধারনাও লাভ করে র্যাব ৮ সদস্যরা। উল্লেখ্য, সাম্প্রতিক বিরূপ আবহাওয়া পরবর্তীতে জেলেদের পুনরায় নদীতে নামার অপেক্ষায় ডাকাতির সকল প্রকার প্রস্তুুতি নেয় ডাকাতদল এমনটাই র্যাব ৮ কতৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানাযায়। এ বিষয়ে খুলনা জেলার দাকোপ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ও পলায়নরত অন্যান্য জলদস্যুদের আটকে র্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়।