অস্ট্রেলিয়ার মেলবোর্নে জঙ্গি হামলার একটি পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে সেদেশের পুলিশ। হামলার পরিকল্পনাকারী সন্দেহে মঙ্গলবার (২০ নভেম্বর) তুর্কি বংশোদ্ভূত তিন অস্ট্রেলীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজনের বয়স যথাক্রমে ২১, ২৬ ও ৩০। তারা মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএস দ্বারা অনুপ্রাণিত বলে সন্দেহ করা হচ্ছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার (২০ নভেম্বর) মেলবোর্নের উত্তর-পশ্চিমাঞ্চলে অভিযান চালিয়ে ওই তিন সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। তারা জানায়, তিনজনের মধ্যে দুইজন আপন ভাই। কর্তৃপক্ষের দাবি, গ্রেফতারকৃতরা একটি জনাকীর্ণ জায়গায় আধা-স্বয়ক্রিয় রাইফেল বসিয়ে কত বেশি সংখ্যক মানুষকে হত্যা করা যায় তা নিয়ে পরিকল্পনাকরছিলো। অস্ট্রেলীয় পুলিশের প্রধান কমিশনার গ্রাহাম অ্যামটন মঙ্গলবার সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতরা হামলাস্থল নির্ধারণ করতে পারছিলো না, তবে সাম্প্রতিক দিনগুলোতে তারা তাদের পরিকল্পনা নিয়ে তৎপরতা জোরালো করেছিল। ‘ওরা জনসমাগম হয় এমন একটি জায়গা খুঁজছিলো, যেখানে ভিড় থাকবে। কারণ তারা এমন জায়গা খোঁজার চেষ্টা করছিলো যেখানে একসঙ্গে অনেক মানুষকে মেরে ফেলা সম্ভব হবে।’ বলেন অ্যাশটন। তিনি জানান, এখন আর জনসাধারণের জন্য কোনও হুমকি নেই।মঙ্গলবারই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসজনিত অপরাধ সংঘটনের অভিযোগ দায়ের করা হতে পারে।