২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৬:০৩

বরিশালে সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক-সম্পাদক স্বপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ডিসেম্বর ৮, ২০১৮,
  • 291 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ডিসেম্বর) শুক্রবার দুপুরে নগরীর সদররোডস্থ কীর্তণখোলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহামুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ। সভায় সভাপতিত্ব করেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক শাহীনা আজমীন।

সভায় বিএফইউজের বাংলা সভাপতি মোল্লা জালাল বলেন, সাংবাদিকদের অধিকার আন্দোলনের একমাত্র সংগঠন সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিকের অধিকার রক্ষায় সাংবাদিক ইউনিয়ন নিরলসভাবে কাজ করে যা”েচ্ছ। বরিশাল সাংবাদিক ইউনিয়ন নতুনভাবে গঠন করায় বরিশালের কর্মরত সাংবাদিক ও সংবাদ পত্রে কর্মরদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভুমিকা রাখবে বলে আমরা বিশ^াস করি। তাই বািরশাল সাংবাদিক ইউনিয়নকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগীতা করা হবে।

সভায় বিএফইউজের মহাসচিব শাবান মাহামুদ বলেন, একজন পেশাদার সাংবাদিকের দল নিরেপক্ষাটাই উচিৎ। কিন্তু একজন সাংবাদিকের বিবেক, নীতি নৈতিকা আছে। আমরাকি স্বাধীনতা পক্ষে থাকবো না যারা স্বাধীন বাংলা দেশ চায়নি তাদের পক্ষে থাকবো। অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এনজন বিবেক বাদ মানষ হয়ে প্রত্যেকটি পেশাজীবি সাংবাদিকদের উচিৎ স্বাধীনাতর স্বপক্ষে অবস্থান নেওয়া।

তিনি আরো বলেন, যতগুলো এলাকার সাংবাদিক ইউনিয়ন গঠন করতে গিয়েছি তার মধ্যে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে বরিশাল সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কাযর্ নির্বাহী কমিটির প্রত্যেকটি সদস্যই পেশাদার সাংবাদিক। যা অন্য কোন এলাকার ক্ষেত্রে ঘটেনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য বলেন, বরিশাল সাংবাদিক ইউনিয়ন পূর্নগঠন একটি মাইল ফলক। পেশাদার সাংবাদিকদের অধিকার রক্ষায় বরিশাল সাংবাদিক ইউনিয়ন ইতিবাচক ভূমিকা পালন করবে। আমরা তাদের সাথে আঠি পাশে আছি এবং থাকবো।

সভায় অন্যনার মধ্যে বক্তৃতারা রাখেন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, এসএম ইকবাল, সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, শুভেচ্চা বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি পুলক চ্যাটার্জি ও সাধারন সম্পাদক মনিরুল আলম স্বপন খন্দকার।

পরে উপস্থিত সদস্যদের সীধান্ত মোতাবেক বিষয় নির্বাচন কমিটির মাধ্যমে বরিশাল সাংবাদিক ইউনিয়ন গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয়েছে সমকালের ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জি, সাধারন সম্পাদক নির্বাচিত করা হয় আন্দোন লিখনের নিবার্হি সম্পাদক মনিরুল আলম স্বপন খন্দকার। নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহসভাপতি আর টিভির আলী জসিম খান, কালের কণ্ঠর যুগ্ম সম্পাদক মইনুল ইসলাম সবুজ, কোষাধ্যক্ষ বরিশাল প্রতিদিনের এম জহির, সাংগঠনিক আলোকিত বাংলাদেশের বরিশাল অফিস প্রধান খান রফিক, ক্রিড়া ও সাহিত্য সম্পাদক ইতিবৃত্তর সম্পাদক হেনরি স্বপন, প্রচার সম্পাদক যায়যায়দিনের আরিফুর রহমান, দপ্তর সম্পাদক সমকালের সুমন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ইনকিলাবের নাসিম উল আলম, চ্যানেল আইয়ের শাহীনা আজমীন, ডেইলি স্টারের সুশান্ত ঘোষ, প্রথম আলোর এম জসীম উদ্দিন, একত্তর টিভি’র বিধান সরকার, চ্যানেল নাইনের নজরুল বিশ্বাস, মিথুন সাহা, মিুনা টিভির কাওসার হোসেন, ও মুশফিকুর রহমান সৌরভ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »