২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৬

বর্তমানে ব্যবসার জন্য সংবাদপত্র বের করা হচ্ছে: বনমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, অক্টোবর ১৫, ২০১৭,
  • 510 সংবাদটি পঠিক হয়েছে

স্বাধীনতার আগে রাজনীতির জন্য সংবাদপত্র বের করা হলেও এখন তা ব্যবসার জন্য করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেন, ‘এর মধ্যেই আবার নিরপেক্ষতার কথা বলা হচ্ছে, বস্তুনিষ্ঠতার কথা বলা হচ্ছে। সাংবাদিকতায় জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা ও দায়িত্বশীলতার প্রয়োজন রয়েছে। চর্চা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে সাংবাদিকদের এসব গুণ অর্জন করতে হয়।’রবিবার (১৫ অক্টোবর) দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে বনমন্ত্রী এসব কথা বলেন।অনুষ্ঠানে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘সাংবাদিকতা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি পেশা। এখন দেশে সাংবাদিকতার ক্ষেত্র অনেক উন্নত হচ্ছে। ব্যাপক পরিসরে সাংবাদিকতার পরিবেশ তৈরি হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতাও রয়েছে। আগে যারা সঠিক সাংবাদিকতা করেছেন, তারা অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। এ অবস্থার মধ্যে থেকেও অনেক সংগ্রাম করে এ পেশায় সাফল্য দেখিয়েছেন। মানিক মিয়া, আব্দুস সালামের মতো ব্যক্তিত্বরা নিজ নিজ অবস্থান থেকে তাদের আমলে সাহসের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।’

বনমন্ত্রী আরও বলেন, ‘পৃথিবীতে এখন আর কেউ একচ্ছত্র ক্ষমতার অধিকারী নন। পশ্চিমা দুনিয়ায় সম্পদশালীরা সংবাদপত্রের মালিক হন, সম্পাদক নন। তাদের সংবাদপত্রে মালিকদের স্বার্থের বিরুদ্ধেও সংবাদ লেখা হয়, সাংবাদিকরা তিরস্কৃতও হন। সেসব দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানরা সাংবাদিকদের গালমন্দ করেন। তারপরও সংবাদপত্র বা সাংবাদিকরা প্রকাশ্যে মত প্রকাশ করে যাচ্ছেন, যা আমরা কল্পনাও করতে পারি না।’

মন্ত্রী বলেন, ‘সব সংবাদ প্রতিষ্ঠান সমানভাবে স্বচ্ছল নয়। এ কারণে ওয়েজ বোর্ড বাস্তবায়ন বা নতুন বোর্ড গঠন নিয়ে দাবি ওঠে। মিডিয়ার মালিকরা আবার ওয়েজ বোর্ডের সভায় অংশ নেন না, যা ঠিক নয়।’

ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজের শিক্ষক মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবি’র পরিচালক আনোয়ারা বেগম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন  ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী, পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী। সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণে ভাণ্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানি উপজেলার ৪৫ জন সংবাদকর্মী অংশ নেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে, পিআইবি পরিচালক (অধ্যায়ন ও প্রশিক্ষণ) আনোয়ারা বেগম, বাংলাভিশনের সিনিয়র এডিটর রুহুল আমীন রুশদ, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী ও পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী এ বুনিয়াদি প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসাবে দায়িত্ব পালন করছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »