‘ইয়েলো ভেস্ট‘ বিক্ষোভকারীদের প্রতিহত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফ্রান্স প্রশাসন। ইতিমধ্যে দেশটি কমপক্ষে ৯০ হাজার সৈন্যকে রাস্তায় নামিয়েছে। বন্ধ করে দিয়েছে স্কুল, কলেজ, দোকান–পাট ও বিভিন্ন অফিস আদালত। দেশটির পুলিশের এক মুখপাত্র জানায়, রাস্তায় ১৫’শ এর মত বিক্ষোভকারী রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিক্ষোভকারী জানায়, আমাদের ১৫০ জন বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ও গুলি ছুঁড়ে।আরো পড়ুন: ব্রাজিলে পুলিশ-ডাকাত সংঘর্ষে নিহত ১৪ দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা, বিক্ষোভকারীদের কাছ থেকে কোদাল ও হাতুড়ির মত বস্তু পাওয়া গেছে। এর আগে গতকাল সহিংসতা এড়াতে দেশটির পক্ষ থেকে আইফেল টাওয়ার বন্ধ করার ঘোষণা করে।শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, দাঙ্গাকে কেন্দ্র করে শনিবার দেশটির রাজধানী প্যারিসে সাঁজোয়া যানসহ দেশব্যাপী ৮৯ হাজার পুলিশ মোতায়েন রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মাঝে রাজধানীর সজ-এলিজি এলাকার দোকানপাট ও রেস্তোরাঁগুলো বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছে পুলিশ। এছাড়া বেশ কিছু জাদুঘরও একই কারণে বন্ধ রাখা হবে।