হাতের নাগালে থাকা ১৯৬ রানের জয়ের লক্ষ্য তাড়া করে জয়ের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরিতে জয়ের দিকে এগুচ্ছে টাইগাররা। এ পর্যন্ত চারটি উইকেটের পতন হয়েছে। তবে দ্রুততার সঙ্গে রান তোলায় জয় নিয়ে এখনো কোনো শঙ্কা তৈরি হয়নি। ওপেনার তামিম ইকবাল (১২) ও ইমরুল কায়েসও ফিরেছেন সাজঘরে। দলীয় ৮৯ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন লিটন দাস। তিনি করেছেন ৪১ রান। সবশেষ দলীয় ১৪৬ রানে সাকিব আউট হন ৩০ রান করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭৩ রান। ৪৭ রান নিয়ে ক্রিজে আছেন মুশফিক। তার সঙ্গী সৌম্য সরকার করেছেন ১৯ রান। এর আগে রবিবার দুপুরে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ব্যাট করে তারা করে ৯ উইকেটে ১৯৫ রান।ম্যাচের শুরু থেকেই দাপুটে অবস্থান ছিল বাংলাদেশের বোলাররা। দলীয় ২৫ রানে কাইরন পাওয়েল আউট হন সাকিব আল হাসান এর বলে। এরপর ড্যারেন ব্রাভো ও শাই হোপের উইকেট নিয়ে জোড়া আঘাত হানেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলীয় ৯৩ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে শিমরন হেটমায়েরকে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ।পরে মাশরাফি ফিরিয়েছেন রোভম্যান পাওয়েলকে। এরপর রুবেলের বলে আউট হন মারলন স্যামুয়েলস। আর শেষ তিন ব্যাটসম্যান রোস্টন চেজ, কিমো পল ও দেবেন্দ্র বিষুর উইকেট নেন মুস্তাফিজ।ক্যারিবীয় ব্যাটসম্যানদের শাই হোপ সর্বোচ্চ ৪৩ রান করেন। এছাড়া কিমো পল ৩৬, রোস্টন চেজ ৩২ ও মারলন স্যামুয়েলস ২৫ রান করে করেছেন। ৩০ রানের বিনিময়ে মাশরাফি ও ৩৫ রান খরচায় মুস্তাফিজ তিনটি করে উইকেট নেন।এর আগে দুটি টেস্টেই বাংলাদেশ জয় পেয়েছে তিন দিনের মধ্যে। আবার ওয়ানডের একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশই গুঁড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।