ভারতকে আর কোনওভাবেই দুর্বল বলা যায় না, আর চিন একথা ভালমত বুঝে গিয়েছে। রবিবার লখনউয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেইসঙ্গে তিনি বলেন, ভারতের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত। এদিন পাকিস্তানকেও একহাত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
‘
ভারতীয় লোধি মহাসভার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনাথ বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব ভারত এক মহাশক্তি হয়ে উঠেছে। এবং গোটা বিশ্বও তা স্বীকার করে নিয়েছে।
সেইসঙ্গে আন্তর্জাতিক মহলে সম্মানও আদায় করে নিয়েছে ভারত। চিনও বুঝে গিয়েছে যে ভারত আর আগের মত দুর্বল নেই, এই ভারতের সঙ্গে পেরে ওঠা তাদের পক্ষে সহজ নয়।
সেইসঙ্গে এদিনের অনুষ্ঠানে পাকিস্তানকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজনাথ সিং। তিনি বলেন, পাকিস্তান ভারতে জঙ্গি পাঠিয়ে দেশকে ভাঙার চেষ্টা করছে, কিন্তু দেশের নিরাপত্তারক্ষীবাহিনীর হাতে প্রতিদিনই ২-৪ জন জঙ্গির মৃত্যু হচ্ছে।