৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৯

বরিশালের ৬ টি আসনে ১১ প্রার্থীর ম‌নোনয়ন প্রত্যাহার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, ডিসেম্বর ৯, ২০১৮,
  • 330 সংবাদটি পঠিক হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে ম‌নোনয়ন প্রত্যাহা‌রের শেষ দি‌নে বরিশালের ৬ টি আসনের ১১ জন প্রার্থী ম‌নোনয়ন প্রত্যাহার ক‌রে নি‌য়ে‌ছেন। এর ম‌ধ্যে আওয়ামী লী‌গের তিন বি‌দ্রোহী প্রার্থীও তা‌দের ম‌নোনয়ন প্রত্যাহার ক‌রে‌ছে ।

ব‌রিশাল রিটা‌র্নিং অ‌ফিসা‌রের কার্যাল‌য়ের সূ‌ত্রে জানা গে‌ছে, ব‌রিশাল ১ আসন থে‌কে বিএনপি প্রার্থী আব্দুস সোবাহান, ব‌রিশাল ২ আস‌নে বিএন‌পির প্রার্থী শ‌হিদুল হক জামাল, আওয়ামী লী‌গের বি‌দ্রোহী প্রার্থী রু‌বিনা আক্তার, ফাইয়াজুল হক রাজু, ক্যা‌প্টেন মোয়া‌জ্জেম হোসেন, ব‌রিশাল ৩ আস‌নে বিএন‌পির প্রার্থী সে‌লিমা রহমান, ব‌রিশাল ৪ আস‌নে বিএন‌পির প্রার্থী মেজবাহ উ‌দ্দিন ফরহাদ, ব‌রিশাল ৫ আস‌নে বিএন‌পির প্রার্থী এবায়দুল হক চান, ব‌রিশাল ৬ আস‌নে বিএন‌পির প্রার্থী অধ্যক্ষ আব্দুর র‌শিদ খান, গন‌ফোরা‌মের প্রার্থী হিরন কুমার দাস ও ফোরকান আলম খান তা‌দের ম‌নোনয়ন পত্র প্রত্যাহার ক‌রে নি‌য়ে‌ছেন।

৫২ জন প্রার্থী ম‌নোনয়ন পত্র দা‌খিল ক‌রেছি‌লেন। কিন্তু ম‌নোনয়ন যাচাই বাছাই‌য়ে বাদ প‌ড়ে ৯ জন প্রার্থী। কিন্তু এ‌দের ম‌ধ্যে ৬ জন ‌আপিল ক‌রে টি‌কে যান। এরপর ১১জন প্রার্থী ম‌নোনয়ন প্রত্যাহার ক‌রেন। সর্ব‌শেষ ৩৮ জন প্রার্থী ব‌রিশা‌লের ৬টি সংসদীয় আস‌নে বি‌ভিন্ন দল থে‌কে প্র‌তিদ্ব‌ন্দিতা কর‌বেন।

ব‌রিশাল ১ আস‌নে আওয়ামী লী‌গের প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ, বিএন‌পির প্রার্থী জ‌হির উ‌দ্দিন স্বপন ।

ব‌রিশাল ২ আস‌নে আওয়ামী লী‌গের শা‌হে আলম, জাতীয় পা‌র্টির মাসুদ পার‌ভেজ সোহেল রানা, বিএন‌পির সরফু‌দ্দিন আহ‌ম্মেদ সান্টু

ব‌রিশাল ৩ আস‌নে জাতীয় পা‌র্টির প্রার্থী গোলাম কিব‌রিয়া টিপু, ওয়ার্কার্স পা‌র্টির শেখ টিপু সুলতান, বিএন‌পির জয়নুল আবেদীন।

ব‌রিশাল ৪ আস‌নে আওয়ামী লী‌গের পঙ্কজ নাথ, বিএন‌পির কেএম নুরুর রহমান ।

ব‌রিশাল ৫ আস‌নে বিএন‌পির ম‌জিবর রহমান স‌রোয়ার, আওয়ামী লী‌গের জা‌হিদ ফারুখ শামীম ।

ব‌রিশাল ৬ আস‌নে জাতীয় পা‌র্টির নাস‌রিন জাহান রত্না আমিন, বিএন‌পির আবুল হোসেন খান সহ ৩৮ প্রার্থী বরিশাল জেলার ৬টি আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবেন ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »