মোরেলগঞ্জ ও শরনখোলা বাসী বাগেরহাট -৪ আসনে মহাজোট উন্মুক্ত ভাবে নির্বাচন করবে । “সোমনাথ দে” মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবেন । সময় এসেছে পরিবর্তনের অঙ্গিকার নিয়ই বাংলাদেশের সংখ্যালঘুদের বিভিন্ন সমস্য তুলে ধরতেই সে বাংলাদেশের জাতীয় সংসদে যেতে চায় । “সোমনাথ দে” বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সহ সভাপতি এশিয়ান দলিত ফরমের সভাপতি এবং বিভিন্ন ধর্মিয় সংগঠনে বিভিন্ন পদে আছেন ।”সোমনাথ দে” একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ ।