স্বর্না আক্তার কলি
পিরজপুরের স্বরূপকাঠীতে নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস। সমতা, ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ, বাল্যবিবাহ ,মাদককে না বলুন, ইত্যাদি শ্লোগানকে সামনে রেখে স্বরূপকাঠী কেন্দ্রীয় শহীদ মীনার চত্তর থেকে শুরু করে স্বরূপকাঠী বন্দরের বিভিন্ন সড়ক প্রদনি শেষে স্বরূপকাঠী উপজেলা চত্তরে সংপ্তি আলোচনা মধ্যদিয়ে শেষ হয়। এতে অংশগ্রহন করেন সেন্টার ফর হিউম্যান রাইটস্ মুভমেন্টের পিরোজপুর জেলা সমন্বয়কারী ও কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম, ইসলাম জাহিদ, স্বরূপকাঠী উপজেলার সমন্বয়কারী আব্দুলাহ্ আল মামুন সহ স্বরূপকাঠী, বানারিপাড়া ও নাজিরপুরের সদস্যবৃন্দ। এদের মধ্যে উল্লেখ যোগ্য, হাসিনা মনি, গোলাম রব্বানী, সিনথিয়া মৌরিন নিপা, শম্পা, তুহিন আহ্সান, আসলাম হোসেন, জিল্লুর রহমান, রুহুল আমিন,আনোয়ার হোসেন, মাসুম বিল্লাহ, আল আমিন, জুয়েল, তুলি সমদ্দার, শরিফুল ইসলাম, জেসমিন, সঞ্চিতা, বনানী হালদার,সুমন মজুমদার,উজ্জল হালদার,নজরুল ইসলাম, মহারাজ, নুপুর সমদ্দার, সেলিম আহম্মেদ, আবুল ফকির, সুবর্না আক্তার, পরিতোষ সমদ্দার প্রমুখ।