সাভারে চাঞ্চল্যকর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সুবীর চন্দ্র দাস হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কামরুল হাসান শাওন উচ্চ আদালত থেকে জামিনে এসে মামলার বাদী নিহতের পিতা প্রতিবন্ধী গৌরাঙ্গ চন্দ্র দাসসহ তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এব্যাপারে বাদী সাভার থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পুত্রকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তিনি শাওনসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। উক্ত মামলায় দুইজনের ফাঁসি ও দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এর মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাওন সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে আসে। জামিনে এসেই মামলার বাদী গৌরাঙ্গ চন্দ্র দাস, তার স্ত্রী কামনা রানী দাস, ভাই নিতাই চন্দ্র দাস, ভাগ্নে উত্তম কুমার শীলসহ তার পরিবারকে ক্রমাগত হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।