সোমবার (১০ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
লাকি ঘোষ তেওতা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নন্দ ঘোষের মেয়ে।
হাসপাতালের চিকিৎসক ডা. বদরুল আলম চৌধুরী জানান, আহত শিক্ষার্থীর মুখে ও পিঠে গভীর ক্ষতের আঘাত রয়েছে।
আহত ছাত্রী লাকির বাবা নন্দ ঘোষ জানান, তার মেয়ে স্থানীয় জাফরগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে (বাণিজ্য বিভাগ) আসন্ন এসএসসি পরীক্ষা দিবে। প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে স্থানীয় কয়েকজন বখাটে তার মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় কয়েকজন তার মেয়েকে উদ্ধার করে। তাকে উদ্ধার করে প্রথমে শিবালয়ের উথলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়।