আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসে প্রথমবার দীপাবলি উজ্জাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন ক্ষেত্রে অনাবাসী হিন্দুদের কৃতিত্বের প্রশংসা করেন তিনি। ওভাল অফিসে প্রদীপ জ্বালিয়ে উতসবের সূচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। ছিলেন মেয়ে ইভাঙ্কা।
ফেসবুকে দীপবলি পালনের ভিডিও পোস্ট করে ট্রাম্প লিখেছেন, ”উতসবের মধ্যে দিয়ে আমরা ভারতের মানুষের কথা মনে করছি। হিন্দু মতে বিশ্বাসীরা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র গঠন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার অত্যন্ত ভাল সম্পর্ক। মার্কিন যুক্তরাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ভারতীয়-মার্কিনিরা। শিল্প, বিজ্ঞান, ওষুধ, ব্যবসা ও শিল্পক্ষেত্রে তারা অংশীদার হয়েছেন।”