বরিশাল জেলার সাবেক জননন্দিত জেলা প্রশাসক ড.গাজী মোঃ সাইফুজ্জামান এর নতুন কর্মস্থল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তিনি দেশের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পরিচালক পদে পদায়িত হয়েছেন।
তার এই নতুন কর্মস্থলে পদায়নের সংবাদে তার সাবেক কর্মস্থল বরিশালে আনন্দ উল্লাস হয়। ফেজবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে অভিনন্দন বার্তা জানায়। বরিশার জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ, সিটিজেন জার্নালিষ্ট টিম সহ বিভিন্ন মহল থেকে এই অভিবাদন জানানো হয়।
উল্লেখ্য, সদা হাস্যোজ্জল মিশুক টাইপের এই মানুষটি বরিশালে থাকা কালীন ছিলেন ব্যাপক জনপ্রিয়। সততা ও সচ্ছতায় সবার আস্থাভাজন হয়েছিলেন খুব অল্প দিনেই।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে বরিশালে আধুনিকতা ও প্রযুক্তির ব্যবহারে তার ছিল ব্যাপক প্রয়াস। ফেজবুকে মানুষকে সচেতনতা বৃদ্ধি, ভালো কাজে সম্পৃক্ত করা, দেশ প্রেমে উদ্বুদ্ধ করা সহ সরকারের বিভিন্ন কর্মকান্ডে সহায়তায় সেচ্ছাশ্রম দানে এক নতুন চিন্তা ধারার বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন তিনি।
বহুল আলোচিত জেলখাল উদ্ধার, কালেক্টরেট স্কুল প্রতিষ্ঠা, ফুল সরনী নির্মাণ, পরিচ্ছন্নতা কার্যক্রম সহ নানান কর্মকান্ডে তিনি ছিলেন কর্মব্যস্ত।
তার উদ্ভাবনে পরিচালিত ‘বরিশাল সমস্যা ও সম্ভাবনা’ ফেজবুক গ্রুপটি দেশের গন্ডি পেরিয়ে বাহিরেও বেশ প্রশংসিত হয়। বরিশালের আদলে দেশের সব জেলায় এই গ্রুপ খোলা হয়।
অবশেষে তারিক সালমন ইস্যুতে সরকারী সিদ্ধান্তে তাকে প্রত্যাহার করা হয়।
বর্তমানে তার পদায়নে বরিশালের মানুষ তাকে অভিনন্দন জানায়। সাহিত্য ও সংস্কৃিত প্রেমী এই মানুষটি অবশেষে যথাযোগ্য জায়গায় মূল্যায়িত হয়েছেন বলে মন্তব্য করেন অনেকেই।