একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন কেন্দ্রের ভেতরে কক্ষ থেকে কোনও গণমাধ্যমে সরাসরি সম্প্রচার (লাইভ) করা যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শনিবার বিকেল সোয়া ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সিইসি বলেন, ভোট গ্রহণের দিন কেন্দ্রের ভেতর কক্ষ থেকে সাংবাদিকেরা ছবি তুলতে পারবেন; কিন্তু লাইভ করা যাবে না। টেলিভিশন, অনলাইন, মোবাইল বা ক্যামেরায় হোক- সরাসরি সম্প্রচার যেন না করে সে বিষয়ে অনুরোধ করছি।তিনি বলেন, ভোটকক্ষের মধ্যে ছবি বা ভিডিও করতে কোনো বাধা নেই। শুধু সরাসরি সম্প্রচার না করার অনুরোধ করা হচ্ছে।ভোটকক্ষের মধ্যে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বলেও এসময় জানান সিইসি নূরুল হুদা। তিনি আরও বলেন, ভোটকক্ষের ভেতরে সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও প্রার্থীর এজেন্টরা থাকেন; সেই সঙ্গে সাংবাদিকরা সরাসরি সম্প্রচারে গেলে কাজ বাধাগ্রস্ত হবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।