পুলিশের গুলিতে আহত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন। নোয়াখালীতে নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে পুলিশের গুলিতে তিনি আহত হন বলে জানিয়েছে বিএনপি। শনিবার বিকাল ৫টার দিকে সোনাইমুড়ি বাজারে এ ঘটনা ঘটে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এসময় তার সঙ্গে থাকা বিএনপি ও ছাত্রদলের আরও কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।ঘটনার সত্যতা স্বীকার করে সোনাইমুড়ি থানার ওসি আবদুল মজিদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আমরা গুলি চালাতে বাধ্য হয়েছি।