৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫১

মির্জা আব্বাসের ওপর হামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ডিসেম্বর ১৫, ২০১৮,
  • 356 সংবাদটি পঠিক হয়েছে

শনিবার বেলা ১ টার দিকে রাজধানীর সেগুনবাগিচার কাঁচাবাজারের কাছে গণসংযোগকালে বিএনপি নেতার ওপর এ হামলার ঘটনা ঘটে।

৩০/৪০ জন দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। হামলায় আহত হয়েছেন প্রায় ৬০ জন। হামলাকারীদের হাতে লাঠি, লোহার রড, চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল বলে আহতদের কয়েকজন অভিযোগ করেন।

হামলার এ ঘটনার পর পরে দুপুরে মির্জা আব্বাস তার শাজাহানপুরস্থ বাসভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের নিয়মতান্ত্রিক নির্বাচনী প্রচারণার কার্যক্রমে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা চালিয়েছে। এটা অভাবনীয়। হামলা চালিয়ে আওয়ামী লীগ আমাদের নেতাকর্মীদের বেধড়ক মারপিট করে আহত করে। আর এই আহত নেতাকর্মীদের গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ।

তিনি বলেন,জনগণ ভোট দেবে বিএনপি ও ঐক্যফ্রন্টকে, যদি ভোটে তার প্রতিফলন না ঘটে তখন জনগণ বুঝবে সরকার এবং নির্বাচন কমিশন জনগণের সাথে ধাপ্পাবাজি করছে।

সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, বিএনপি কি করলে আপনারা খুশি হবে প্রকাশ্যে বলে দেন। সরকার বলছে বিএনপি নির্বাচন থেকে সরে যেতে চাইছে। আমি বলবো, সরকার বিএনপিকে নির্বাচন রেথকে সরানোর চেষ্টা করছে কিন্তু বিএনপি নির্বাচন থেকে সরবে না।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »