একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-স্বরূপকাঠি) বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি মনোনীত প্রার্থী ডা. তপন বসু (৬৮) সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। আজ সোমবার রাত ৮টার দিকে শহরের ল’ইয়ার্স প্লাজায় তার নিজস্ব ডাক্তারী চেম্বারে এ হামলার শিকার হন তিনি। আহত অবস্থায় তিনি বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত ডা. তপন বসু জানান, নির্বাচনে প্রার্থী হওয়ার কারণেই তাকে কয়েক দিন যাবত কে বা কারা বিভিন্ন হুমকি দিয়ে আসছিল এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্যই তার উপর হামলা চালানো এ হয়েছে।
তবে স্থানীয়রা কেউ কেউ জানান, নৌকা প্রতীকের প্রার্থী শ ম রেজাউল করিমের লোকজনই ডা. বসুর উপর হামলা করে । সে থাকলে হিন্দু সম্প্রদায়ের লোকজন হিন্দু প্রার্থী হিসাবে তাকে ভোট দেবে কিছু ভোট নষ্ট হবে এই ভেবেই তাকে নির্বাচন থেকে সরে যেতে মানোষিক চাপে রখা তবে কেউ কেউ বলছে কোন তৃতীয় পক্ষ সুপরিকল্পিভাবে ডা. বসুর উপর হামলা করে দোষাটা আওয়ামী লিগের প্রার্থীর সমর্থক ও নেতা-কর্মীদের উপরে চাপানো হচ্ছে। যাতে হিন্দু সম্প্রদায়ের লোকজন নৌকার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। । তাদের মতে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে নৌকার প্রার্থী সুধাংশু শেখর হালদারকে যে ভাবে পরাজিত করা হয়েছিল আজকের ঘটনা তারই একটি ধারাবাহিক ষড়যন্ত্র মাত্র।
তবে প্রথক্ষ্যদর্শীরা জানান ওরা খুব পরিচিত ছাত্রলীগ নেতা কর্মি ।