অনলাইন ডেস্ক// শুরুতে ব্যাট করতে নেমে লিটন-সাকিব-সৌম্য-মাহমুদউল্লাহ’র ঝড়ো ব্যাটিংয়ে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর গড়েছিল টাইগাররা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে উইন্ডিজের সামনে ছুঁড়ে দেয় ২১২ রানের টার্গেট।
পরে বল হাতেও জ্বলে উঠেন সাকিব-মিরাজরা। এর মধ্যে একাই ৫ উইকেট তুলে নিয়েছেন সাকিব। ফলাফল ৩৬ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।