জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে শহরের মারোয়ারি পট্রির কৃষ্ণা নিকেতনের একটি তিনতলা বাসা থেকে হিন্দু দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন, শহরের মারোয়ারি পট্রির জোয়ার্কা বাবুর ছেলে ও ওই বাসার মালিক কিষান লাল রংটা ও তার স্ত্রী দেবী লাল রংটা।
নিহত কিষান লাল একজন কাপড় ব্যবসায়ী। বাসার নিচে তার পায়েল বস্ত্রালয় নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। স্থানীয়রা জানায়, তার দুই ছেলে মেয়ে এই মুহুর্তে ভারতে অবস্থান করছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কাজের বুয়া ওই বাসায় গিয়ে বিছানায় স্বামী-স্ত্রীর লাশ দেখতে পেয়ে চিৎকার করে। খবর পেয়ে প্রথমে স্থানীয়রা ঘটনাস্থলে যায় এবং পুলিশ কে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পায়।
জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায় জানান, প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে, রাতের কোন এক সময়ে তাদের বিছানায় হত্যা করা হয়েছে। ঠিক কিভাবে তাদের হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি।