প্রিজাইডিং অফিসারদের উদ্দেশে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের আগের রাতে ভোটকেন্দ্রে টিম নিয়ে সতর্কতা সঙ্গে অবস্থান করতে হবে। একটি ভুলের কারণে প্রশংসার স্থলে নিন্দা নিতে চাই না।আজ শনিবার দুপুরে যশোরের মনিরামপুর উপজেলা অডিটোরিয়ামে যশোর-৫ (মনিরামপুর) আসনের নিয়োগকৃত প্রিজাইডিং কর্মকর্তাদের দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কবিতা খানম বলেন, রাগ-অনুরাগের ঊর্ধ্বে থেকে আপনাদেরকে ভোটগ্রহণের দায়িত্ব পালন করতে হবে। এ নির্বাচনটার দিকে তাকিয়ে আছে সারাবিশ্ব। এছাড়া নির্বাচনের দিন মা-বোন ভোটাররাই আগে ভোটকেন্দ্রে পৌঁছাবেন। চেষ্টা করবেন তারা যেন যথাযথভাবে নির্বিঘ্নে ভোটটা দিতে পারেন। গণমাধ্যমকর্মী, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের জন্য নির্বাচনের নীতিমালা অনুসরণ করতে হবে।জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রিজাইডিং কর্মকর্তাদের কবিতা খানম আরো বলেন, সব ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে পক্ষপাতহীন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।ভোট প্রক্রিয়ায় নীতিমালা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের জন্য অনুসরণীয় হলো স্বচ্ছ ধারণা নিয়ে ভোটকেন্দ্রে যেতে হবে। আপনাদের সার্বিক নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করেছেন।বিশেষ অতিথির বক্তব্য দেন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল আওয়াল, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবর রহমান, জেলা পুলিশ সুপার মঈনুল হক।স্বাগত বক্তব্য দেন, মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী।