গতকাল দিবাগত
রাত ৩টায় থাইল্যান্ডের ব্যাংকক থেকে একটি সিনেমার কাজ শেষ করে দেশে ফিরেছেন
বিদ্যা সিনহা মিম। এই নায়িকা দেশে ফিরে টানা চারদিন বিশ্রাম শেষে আগামী ৬
জানুয়ারি থেকে প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন। নাম ‘বিউটি
অ্যান্ড বুলেট’। এটি
নির্মাণ করবেন অনিমেষ আইচ। গল্প মারুফ রেহমানের। ব্যাংকক
থেকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যা সিনহা মিম।
মিম বলেন, ‘দেশে ফিরে প্রথমবারের মতো
ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছি। অনিমেষ দাদার
নির্দেশনায় আশা করছি এটি খুব ভালো একটি কাজ হবে। আশা
করছি ওয়েব সিরিজেও দর্শক নতুন অনিমেষ আইচকে খুুঁজে পাবেন।’এদিকে গেল ২৬ ডিসেম্বর মিম শেষ
করেছেন কলকাতার নতুন একটি সিনেমা ‘থাই কারি’র কাজ। এটি নির্মাণ করেছেন অঙ্কিত আদিত্য। এই সিনেমায় তিনি মায়া
চরিত্রে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে আছেন সোহম। এই নিয়ে
সোহমের বিপরীতে মিমের দ্বিতীয়বার কোনো সিনেমায় কাজ করা হলো। মিম
বলেন, ‘থাই কারি সিনেমায় মায়া চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং একটি
চরিত্র।’ এদিকে
মিম এরই মধ্যে আরো শেষ করেছেন ‘সাপলুডু’র কাজ। এতে তার বিপরীতে আছেন আরিফিন শুভ।