রাজনীতিবিদদের ছেলে-মেয়ে রাজনীতিতে, বলিউডে তারকাদের সন্তান ভবিষ্যতের তারকা হন। এমন উদাহরণ অনেক রয়েছে। এবার সেই প্রথা ভেঙে দিলেন ভারতের উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমেশ পোখিরিয়াল। সেনাবাহিনীতে নাম লেখালেন তিনি।এ বছর মার্চ মাসে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করেন বিজেপি সাংসদ ও উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমেশ পোখিরিয়াল। সেখানে তিনি জানান, তাঁর মেয়ের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। আর্মির একটি মেডিক্যাল কোর্স করছেন তিনি। ডিসেম্বরের ২২শে তারিখ ফের একটি টুইট করে তিনি জানান, তাঁর মেয়ে মেডিক্যাল কোর্সটি সম্পূর্ণ করে ফেলেছেন। দেশের সেবার জন্য তৈরি তাঁর মেয়ে।অল্প সময়ের মধ্যেই টুইটটি ভাইরাল হয়ে যায়। অনেকেই শ্রেয়সীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।প্রসঙ্গত, হিমালয়ান মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সম্পূর্ণ করার পরে সেনাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন শ্রেয়সী নিশাঙ্ক। নিজের মেয়ের এমন সিদ্ধান্তে যথেষ্ট উচ্ছ্বসিত তাঁর বাবা রমেশ পোখিরিয়ালও।