বাংলাদেশকে ঘনিষ্ঠ প্রতিবেশী আখ্যা দিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ঢাকার সঙ্গে দিল্লির সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ কথা জানিয়েছেন তিনি। ওই বার্তার জন্য সুষমাকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ।গতকাল (মঙ্গলবার) এক বার্তায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে অভিনন্দন জানিয়েছেন সুষমা। আগামীতে পররাষ্ট্রমন্ত্রী আবুল আহসান মাহমুদ আলীর সঙ্গে একযোগে কাজ করার আশা প্রকাশ করেছেন তিনি।বিবৃতিতে বলা হয়েছে, দুই মন্ত্রী যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) কো-চেয়ারম্যান হিসেবে দুই দেশের বিভিন্ন খাতে সহযোগিতামূলক সমন্বয়ের উদ্দেশ্যে একযোগে কাজ করবে।