২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ভোর ৫:০২

২৬ অক্টোবর পুরোপুরি খুলে দেওয়া হবে মৌচাক-মগবাজার ফ্লাইওভার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, অক্টোবর ২০, ২০১৭,
  • 690 সংবাদটি পঠিক হয়েছে


অনলাইন ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর আগামী ২৬ অক্টোবর যান চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়া হবে রাজধানীর মৌচাক-মগবাজার ফ্লাইওভার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফ্লাইওভারের উদ্বোধন করবেন বলে প্রকল্প পরিচালক সুশান্ত কুমার পাল জানিয়েছেন। প্রকল্প পরিচালক বলেন, আমাদের সব কাজ শেষ। প্রকল্প এলাকার নিচের রাস্তাগুলোর কার্পেটিংও প্রায় হয়ে গেছে। প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরপরই ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এর আগে চলতি বছরের ১৭ মে মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণের তৃতীয় ধাপে এফডিসি মোড় থেকে সোনারগাঁও হোটেলের দিকের অংশটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এবং ২০১৬ সালের ৩০ মার্চ এ ফ্লাইওভারের হলি ফ্যামিলি হাসপাতাল থেকে সাতরাস্তা পর্যন্ত অংশটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। ওই বছরের ১৫ সেপ্টেম্বর এ ফ্লাইওভারের ইস্কাটন-মৌচাক অংশের যান চলাচল উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে ২০১১ সালে যখন এই ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হয়েছিল, তখন এর ব্যয় ধরা হয়েছিল ৭৭২ কোটি ৭০ লাখ টাকা। এরপর কয়েক ধাপে ব্যয় বেড়ে তা ১ হাজার ১৩৫ কোটি টাকায় পৌঁছায়। ফ্লাইওভারটির নির্মাণ কাজ করা হয়েছে তিন ভাগে। একটি অংশে রয়েছে সাতরাস্তা-মগবাজার-হলি ফ্যামিলি পর্যন্ত, আরেকটি অংশে শান্তিনগর-মালিবাগ-রাজারবাগ পর্যন্ত এবং শেষ অংশটি বাংলামোটর-মগবাজার-মৌচাক পর্যন্ত। এর মধ্যে প্রথম ধাপের অংশটি এবং তৃতীয় ধাপের একটি অংশ আগেই খুলে দেওয়া হয়েছিল। বাকি অংশে ২৬ অক্টোবর থেকে যানবাহন চলতে পারবে। সব মিলিয়ে ৮ দশমিক ৭০ কিলোমিটার দৈর্ঘ্যের চার লেনের এ ফ্লাইওভারে ওঠা-নামার জন্য তেজগাঁওয়ের সাতরাস্তা, সোনারগাঁও হোটেল, মগবাজার, রমনা (হলি ফ্যামিলি হাসপাতাল সংলগ্ন রাস্তা), বাংলামোটর, মালিবাগ, রাজারবাগ পুলিশ লাইনস ও শান্তিনগর মোড়ে লুপ বা র‌্যাম্প রাখা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »