অনলাইন ডেস্ক: মেসির মাইলফলক ছোঁয়ার ম্যাচে অলিম্পিয়াকোসকে সহজেই হারিয়েছে বার্সেলোনা। বর্তমানে ইউরোপীয় ফুটবলে শততম গোলের অধিকারী লিওনেল মেসি। দলের সেরা কাম্প নউয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে ৩-১ গোলে হারিয়েছে সেমির দল। প্রথমার্ধে আত্মঘাতী গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে একটি গোল করার পাশাপাশি লুকাস দিনিয়ের গোলে অবদান রাখেন মেসি। টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে বার্সেলোনা। ইউভেন্তুসকে ৩-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা পাঁচবারের চ্যাম্পিয়নরা পরের ম্যাচে স্পোর্তিং লিসবনের মাঠে ১-০ গোলে জিতেছিল। ১৮তম মিনিটে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় বার্সেলোনা। ডান দিক থেকে ডি-বক্সে মেসিকে লক্ষ্য করে দেউলোফেউয়ের ক্রস রুখতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন ডিফেন্ডার দিমিত্রিস নিকোলাউ। ৪২তম মিনিটে হাত দিয়ে বল জালে ঠেলে দেওয়া কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা ও স্পেনের ডিফেন্ডার পিকে। ৬১তম মিনিটে দারুণ ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলে শততম গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। তার বাঁকানো শটে গোলরক্ষক ঝাঁপিয়ে বলে হাত লাগালেও ফেরাতে পারেননি। এবারের আসরে আর্জেন্টাইন ফরোয়ার্ডের এটা তৃতীয় গোল। চ্যাম্পিয়ন্স লিগে তার মোট গোল হলো ৯৭। তিন মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন লুকাস দিনিয়ে। বাইলাইনের কাছে এক জনকে কাটিয়ে মেসির বাড়ানো কাটব্যাকে পা লাগাতে ব্যর্থ হন দুজন। কিন্তু ফাঁকায় বল পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি ডিফেন্ডার। ৮৯তম মিনিটে সান্ত্বনার গোলটি করেন নিকোলাউ। হেডে বল জালে জড়ান শুরুতে আত্মঘাতী গোল করা এই ডিফেন্ডার।