এপার-ওপার বাংলার মিলন রচিত হতে চলেছে বাংলা উৎসবে। চলবে ৪-৬ জানুয়ারি শহরের নজরুল মঞ্চে। দুই বাংলার একঝাঁক শিল্পী উপস্থিত থাকবেন এই উৎসবে। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকসঙ্গীত, আধুনিক গান, তালবাদ্য থেকে চলচ্চিত্রের গান পর্যন্ত শোনা যাবে বাংলা উৎসবে। ওপার বাংলার বুলবুল ইসলাম, রেজওয়ানা চৌধুরী বন্যা, অদিতি মহসিন, অ্যান্ড্রু কিশোরের মতো শিল্পীদের গান যেমন শোনা যাবে, তেমনই এপার বাংলার লোপামুদ্রা মিত্র, নচিকেতা, অনুপম রায়, ইমন চক্রবর্তী, রূপঙ্কর, ইন্দ্রাণী সেন, শুভমিতার মতো বহু শিল্পী কণ্ঠের জাদুতে মঞ্চ মাতাবেন। তিনদিনের উৎসবে ৩৪জন শিল্পী পারফর্ম করবেন। থাকছে ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’ ও বাংলাদেশের ‘চিরকুট’-এর গান। এবার জীবন কৃতী সম্মান জানানো হবে আরতি মুখোপাধ্যায় ও সাবিনা ইয়াসমিনকে।