গণধর্ষণের শিকার সেই নারীকে দেখতে নোয়াখালী যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
শনিবার
সকাল ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা রওনা হবেন।
ঐক্যফ্রন্টের
শীর্ষ নেতাদের মধ্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না,
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, জেএসডি সভাপতি আ স ম
আব্দুর রব ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান সুবর্ণচর যাচ্ছেন।
বিএনপি
চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ভুক্তভোগী নারীকে
দেখে স্থানীয় বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন নেতারা।
ভুক্তভোগী
ও স্বজনের অভিযোগে জানা যায়, ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন পছন্দের প্রতীকে
ভোট দিয়ে ফেরার পথে ওই নারীকে দেখে নেওয়ার হুমকি দেন আওয়ামী লীগ নেতা রুহুল
আমিন। এরপর রাতে রুহুল আমিনের নেতৃত্বে কয়েকজন তার বাড়ি গিয়ে
স্বামী-সন্তানদের বেঁধে রেখে গণধর্ষণ করে। তাদেরকে পিটিয়ে জখমও করা হয়।
এ
নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে দেশজুড়ে। সরকারের পক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গণধর্ষণের ঘটনায় কেউ রেহাই পাবে না। এ
বিষয়ে সরকার কঠোর অবস্থানে। তার পরিপ্রেক্ষিতেই বুধবার রাতে রুহুল আমিনসহ
দু’জনকে গ্রেফতার করা হয়।
এর আগে গ্রেফতার তিন আসামি হলো- সুবর্ণচরের মধ্যবাগ্যা গ্রামের মৃত ইসমাইলের ছেলে সোহেল, মৃত আব্দুল মান্নানের ছেলে স্বপন ও একই গ্রামের আহমদ উল্লার ছেলে বাসু।
শুক্রবার ভোরে পুলিশের একটি দল চট্টগ্রামের নাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে জসিম নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে।