চাঁদপুরে কচুয়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।উপজেলার শুয়ারুল গ্রামের দাস বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানান, সোমবার মধ্যরাতে প্রথমে শুয়ারুল গ্রামের নিরীহ উমেশ দাসের রান্না ঘরে ও পরদিন মঙ্গলবার রাতে একই বাড়ির জেলে লক্ষ্মীচরণ দাসের রান্না ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত লক্ষ্মীচরণ দাসের মেয়ে পলি রাণী দাস জানান, ওই সময় আমি তিন সন্তান নিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাতে আগুনের তাপ অনুভব করে ডাক-চিৎকার দিলে বাড়ির লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, বাড়ির জায়গা নিয়ে একটি পক্ষের সাথে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গতকাল বুধবার কচুয়া থানার ওসি মোঃ আতাউর রহমান ভূঁইয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাগো হিন্দু পরিষদের কচুয়া শাখার নেতৃবৃন্দ ও বাংলাদেশে মাইনোটরী ওয়াচের প্রতিনিধিবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।