বরিশাল সদর উপজেলার চরকাউয়ার সিদ্দিক বাজার এলাকায় কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ।
মরদেহ উদ্ধারে নেতৃত্ব দেওয়া বন্দর থানার এসআই সবুর জানান, স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তিনি আরও জানান, অজ্ঞাত যুবকের বয়স ৩০-৩৫ বছরের মধ্যে হবে। তার গায়ে টি-শার্ট, জিন্স প্যান্ট ও হাতে তিনটি আংটি রয়েছে। এই যুবক দুদিন আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি (তদন্ত) ফয়সালআহমেদবলেন, ‘উদ্ধারমরদেহটিরখোঁজখবরনিতেম্যাসেজপাঠানোহয়েছে।ময়নাতদন্তেরপ্রতিবেদনপাওয়াগেলেমৃত্যুরপ্রকৃতকারণজানাযাবে।’