একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের রেকর্ড গড়ার পর চমক লাগানো মন্ত্রিসভার মন্ত্রীরা শপথ নিলেন। এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন শেখ হাসিনা। এ ছাড়া রয়েছেন মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী তিনজন।সোমবার বিকেল ৩টা ৪৬ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। তার আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা শপথ নিলেন চতুর্থবারের মতো। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে টানা তৃতীয়বারের মতো সরকার গঠিত হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেয়া আওয়ামী লীগের নেতৃত্বে।এরআগেগতকালরোববারসচিবালয়েএকসংবাদসম্মেলনেমন্ত্রিপরিষদসচিবমো. শফিউলআলমমন্ত্রী, প্রতিমন্ত্রীওউপমন্ত্রীদেরতালিকাপ্রকাশকরেন।এইতালিকাঅনুযায়ীআজবিকেলেপ্রত্যেকমন্ত্রীরবাড়িতেপরিবহনপুলথেকেগাড়িযায়।ওইগাড়িতেচড়েমন্ত্রীরাবঙ্গভবনেযানশপথনিতে।নতুনমন্ত্রিসভায়মন্ত্রিপরিষদবিভাগ, জনপ্রশাসনমন্ত্রণালয়, প্রতিরক্ষামন্ত্রণালয়, সশস্ত্রবাহিনীবিভাগ, বিদ্যুৎ, জ্বালানিওখনিজসম্পদমন্ত্রণালয়এবংমহিলাওশিশুবিষয়কমন্ত্রণালয়প্রধানমন্ত্রীনিজেরকাছেরেখেছেন।মন্ত্রীহিসেবেযারাশপথনিলেনতারাহলেন– আকমমোজাম্মেলহক (মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী), ওবায়দুলকাদের (সড়কপরিবহনওসেতুমন্ত্রী), ড. আবদুররাজ্জাক (কৃষিমন্ত্রী), আসাদুজ্জামানখানকামাল (স্বরাষ্ট্রমন্ত্রী), ড. হাছানমাহমুদ (তথ্যমন্ত্রী), আনিসুলহক (আইন, বিচারওসংসদবিষয়কমন্ত্রী), আহমমুস্তফাকামাল (অর্থমন্ত্রী), তাজুলইসলাম (এলজিআরডি), ডা. দীপুমনি (শিক্ষামন্ত্রী), ড. আবদুলমোমেন (পররাষ্ট্রমন্ত্রী) আবদুলমান্নান (পরিকল্পনামন্ত্রী), নুরুলমজিদমাহমুদহুমায়ুন (শিল্পমন্ত্রী), গোলামদস্তগীরগাজী (বস্ত্রওপাটমন্ত্রী), জাহেদমালেকস্বপন (স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রী), সাধনচন্দ্রমজুমদার (খাদ্যমন্ত্রী), টিপুমুনশি (বাণিজ্যমন্ত্রী), নুরুজ্জামানআহমেদ (সমাজকল্যাণমন্ত্রী), শমরেজাউলকরিম (গৃহায়ণওগণপূর্তমন্ত্রী), শাহাবউদ্দিন (পরিবেশ, বনওজলবায়ুপরিবর্তনমন্ত্রী), বীরবাহাদুরউশৈসিং (পার্বত্যচট্টগ্রামবিষয়কমন্ত্রী), সাইফুজ্জামানচৌধুরী (ভূমিমন্ত্রী), নুরুলইসলামসুজন (রেলপথমন্ত্রী), স্থপতিইয়াফেসওসমান (বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রী), মোস্তাফাজব্বার (ডাকওটেলিযোগাযোগতথ্যপ্রযুক্তিমন্ত্রী)।আজকেরশপথঅনুষ্ঠানেরজন্যরোববারদুপুরেইফোনপেয়েযানমন্ত্রীরা।গণভবনথেকেবেলাদেড়টারদিকেতালিকানিয়েসচিবালয়েফেরেনমন্ত্রিপরিষদসচিবমোহাম্মদশফিউলআলম।উল্লেখ্য, ৩০ডিসেম্বরঅনুষ্ঠিতএকাদশজাতীয়সংসদনির্বাচনেনিরঙ্কুশসংখ্যাগরিষ্ঠতালাভকরেআওয়ামীলীগ।নির্বাচনে২৯৮আসনেরমধ্যে২৫৭টিতেজয়পায়ক্ষমতাসীনআওয়ামীলীগ।জোটগতভাবেতারাপায়২৮৮আসন।অন্যদিকেতাদেরপ্রধানপ্রতিপক্ষবিএনপিওতাদেরজোটঐক্যফ্রন্টপায়মাত্রসাতটিআসন।তবেএসাতজনেরকেউএখনওশপথনেননি।