৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩৯

পোশাক শ্রমিকদের বিক্ষোভ, বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জানুয়ারি ৮, ২০১৯,
  • 305 সংবাদটি পঠিক হয়েছে

মজুরি বৃদ্ধিসহ বেশকিছু দাবিতে রাজধানীর হয়রত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর সোয়া ১টার দিকে বিমানবন্দরের সামনের চত্বরসংলগ্ন রাস্তায় এনা পরিবহনের বাসে আগুন ধরিয়ে দিয়েছে শ্রমিকরা।

বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান জানান, সকাল ৯টার পর থেকেই শ্রমিকরা সড়কের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকে। পরে বেলা সোয়া ১২টা থেকে আজমপুর, জসমিউদ্দিন ক্রসিং এবং বিমানন্দর সড়কে যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে।

এর আগে রোববারও বিমানবন্দরের সামনের সড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা। বিক্ষোভে আশুলিয়া, টঙ্গী, উত্তরা, উত্তর ও দক্ষিণখান এলাকার বিভিন্ন গার্মেন্টের শ্রমিকেরা অংশ নেন। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে দেখা দেয় তীব্র যানজট। এতে চরম দুর্ভোগে পড়েন এই সড়কে চলাচলকারী যাত্রীরা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »