২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ভোর ৫:১৬

প্রায় চার কোটি টাকার ঠোঁট, বিশ্ব রেকর্ড করল সংস্থা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জানুয়ারি ৮, ২০১৯,
  • 395 সংবাদটি পঠিক হয়েছে

‘ঠোটের সাজ’ বলতে যাঁর লিপস্টিক বোঝেন, তাঁরা ব্যাকডেটেড। লিপ আর্ট এখন এমন জায়গায় পৌঁছেছে যে, তার সঙ্গে তাল রাখাই মুশকিল। সম্প্রতি এমন এক ওষ্ঠ-সজ্জার খবর উঠে এসেছে, যা তাক লাগিয়ে দিয়েছে আবিশ্ব মানুষকে। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিখ্যাত জহুরি সংস্থা রোসেনডর্ফ ডায়ামন্ডস তাদের ৫০তম বর্ষে এমন এক লিপ আর্ট পেশ করছে, যার ইনস্টা-পোস্ট এই মুহূর্তে ভাইরাল।২৬টি হিরে দিয়ে সজ্জিত এই ওষ্ঠ-সজ্জার পিছনে খরচ হয়েছে ৫৪০,৮৫৮.৫৯ মার্কিন ডলার। ভারতীয় অর্থমূল্যে যা ৩.৭৮ কোটি টাকা। এই সজ্জায় ব্যবহৃত হয়েছে ২২.৯২ ক্যারাট ওজনের হিরে। 

মেক আপ আর্টিস্ট ক্লেয়ার ম্যাক এই হিরেগুলিকে সেট করেন মডেলের ঠোঁটে। প্রথমে ব্ল্যাক ম্যাট লিপস্টিক ও পরে কৃত্রিম আইল্যাশ লাগানোর আঠা দিয়ে ১২৬টি হিরেকে মডেলের ঠোঁটে সেট করা হয়। পুরো কাজটি করতে সময় লাগে আড়াই ঘণ্টা। 

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »