১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৯:৪০

এই জানুয়ারিতেই একসঙ্গে তিনটি মহিমায় দেখা দেবে চাঁদ, জেনে নিন সেই বিরল ঘটনার দিনক্ষণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জানুয়ারি ৮, ২০১৯,
  • 358 সংবাদটি পঠিক হয়েছে

একসঙ্গে তিনটি মহিমায় দেখা দিতে চলেছে আমাদের চিরচেনা চাঁদ।ন্যাশনাল জিওগ্রাফিক’-এর সূত্রে জানা গিয়েছে, ২০১৯এর জানুয়ারিতেই ঘটতে চলেছে এই বিরল ঘটনা

টেলিস্কোপ চোখে লাগিয়ে যাঁরা রাতের আকাশ দেখেন, তাঁদের জন্য দারুণ খবর। একসঙ্গে তিনটি মহিমায় দেখা দিতে চলেছে আমাদের চিরচেনা চাঁদ। ‘ন্যাশনাল জিওগ্রাফিক’-এর সূত্রে জানা গিয়েছে, ২০১৯-এর জানুয়ারিতেই ঘটতে চলেছে এই বিরল ঘটনা।জানা গিয়েছে, একই সঙ্গে ঘটতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, রক্তচন্দ্র এবং ‘উলফ মুন’। জানুয়ারি মাসের ২০ ও ২১ তারিখ রাতে চাঁদের এই ‘ত্র্যহস্পর্শ’  দৃশ্যমান হবে। উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে এই দৃশ্য স্পষ্ট দেখা যাবে। পশ্চিম ইউরোপ ও পশ্চিম আফ্রিকার কিছু অংশ থেকেও দেখা যাবে চাঁদের এই রূপ।

 মহাকাশ-বিষয়ক গণমাধ্যম ‘স্পেস.কম’ জানিয়েছে, সূর্য, পৃথিবী ও চাঁদ একই রেখায় হলে তবেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে। এবারেও ঘটতে চলেছে তেমন ঘটনা। এই অবসরেই কয়েক ঘণ্টার জন্য চাঁদ সম্পূর্ণ রক্তবর্ণ ধারণ করবে। এবং শীতের মধ্যভাগের পূর্ণিমা, যা ‘উলফ মুন’ নামে পরিচিত, তা-ও ঘটবে একই সঙ্গে। প্রসঙ্গত, প্রাচীন আমেরিকান উপজাতীয় বিশ্বাস অনুসারে এমন চান্দ্র তিথিতে শিকারে মাতে নেকড়েরা। 

‘স্পেস.কম’-এর দেওয়া পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, ১-২ ঘণ্টা স্থায়ী হবে এই গ্রহণ। চাঁদ এই সময়ে পৃথিবীর খুব কাছে থাকার কারণে স্বাভাবিকের থেকে বড় দেখাবে। সেই কারণে এই ঘটনাকে ‘সুপার ব্লাড মুন’-ও বলা হচ্ছে। খালি চোখেই বোঝা যাবে চাঁদের আকারের এই পরিবর্তন, জানিয়েছে ‘নাসা’। 

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »