এশিয়া মহাদেশে দেশপ্রেমে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ। গ্যালাপের সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপের এ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেও প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইনডেক্স।
দেশের জন্য লড়াই করতে নাগরিকরা কতটা প্রস্তুত- এমন প্রশ্নে এশিয়ার দেশগুলোর স্কোর জানিয়ে তালিকা করেছে জরিপ সংস্থাটি। এ তালিকায় ৮৬ শতাংশ স্কোর নিয়ে বাংলাদেশ তৃতীয় আর ৭৫ শতাংশ স্কোর নিয়ে ভারত পঞ্চম অবস্থানে রয়েছে। তবে ৮৯ শতাংশ স্কোর নিয়ে তালিকার শীর্ষে পাকিস্তান, একই সমান স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভিয়েতনাম। ২০১৭ সালেও পাকিস্তান একই স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল।
এবারের জরিপে আফগানিস্তান চতুর্থ (৭৬ শতাংশ), ফিলিপাইন ষষ্ঠ (৭৩ শতাংশ) এবং থাইল্যান্ড সপ্তম (৭২ শতাংশ) অবস্থানে রয়েছে। তালিকায় সবচেয়ে পিছিয়ে জাপান। দেশটির স্কোর মাত্র ১১ শতাংশ। তবে বাংলাদেশ ও ভারতের চেয়েও পিছিয়ে চীন। দেশটি ৭১ শতাংশ স্কোর নিয়ে তালিকার অষ্টম অবস্থানে রয়েছে। চীনের পরে যথাক্রমে ইন্দোনেশিয়া (৭০ শতাংশ), মালয়েশিয়া (৬৩ শতাংশ), দক্ষিণ কোরিয়া (৪২ শতাংশ) এবং হংকং (২৩ শতাংশ)। সূএ: পাকিস্তান টুড