৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৮

বরিশাল-ঢাকা মহাসড়কে ইজিবাইক ও মাইক্রোবাসের সংঘর্ষ: নারী-শিশুসহ আহত-১২

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জানুয়ারি ১৬, ২০১৯,
  • 285 সংবাদটি পঠিক হয়েছে

সংবাদদাতা: বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুর নামকস্থানের যাত্রীবাহি মাইক্রোবাস ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ১২জন আহত হয়েছেন।বুধবার (১৬ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে।আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় দূর্ঘটনা কবলিত দুটি যানের চালক ও যাত্রীসহ ৭ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে প্রাথমিকভাবে যাদের পরিচয় জানা তারা হলেন- মাইক্রোবাস চালক নয়ন (৩০), ইজিবাইক চালক উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের হুমায়ন হাওলাদার (৩৫), মাইক্রোবাসের যাত্রী পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পুতুল (৩৫) , হানিফ (৫০), বাউফল উপজেলার মো: জালাল (৩৫), তার পুত্র মোস্তাকিন (৩), শ্বাশুড়ী মাকসুদা বেগম (৫০), ঝালকাঠীর সদর উপজেলার আশিয়ার এলাকার সূচনা (২১) ও গৌরনদী উপজেলার জাহাঙ্গীর সরদার (৫০) সহ আরও কয়েকজন।প্রত্যক্ষদর্শীপুলিশসূত্রেজানাগেছে, বুধবারবিকালেদূর্ঘটনাকবলিতস্থানঅতিক্রমকালেমাওয়াকাওড়াকান্দিথেকেপ্রায়১০জনযাত্রীনিয়েবরিশালগামীদ্রুতগতিরমাইক্রোবাস (ফরিদপুর১১০০১০) রাস্তারএকপ্রান্তথেকেঅপরপ্রান্তগামীএকটিখালিব্যাটারিচালিতইজিবাইকেরসাথেমুখোমুখিসংঘর্ষহলেযানদুটিদুমড়েমুচড়েযায়।এতেযানদুটিরচালকসহঅন্তত১২জনআহতহয়এবংমহাসড়কেরওইস্থানেকিছুক্ষনযানচলাচলবন্ধথাকেপরবর্তীতেথানাপুলিশফায়ারসার্ভিসসদস্যদেরতৎপরতায়যানচলাচলস্বাভাবিকহয়এদিকেদূর্ঘটনারসংবাদশুনেবরিশালআসনেরনবনির্বাচিতসংসদসদস্যমো: শাহেআলমতাৎক্ষনিকঘটনাস্থলপরিদর্শনকরেআহতদেরখোঁজখবরনেন

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »