৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২১

৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়ার নির্দেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জানুয়ারি ২০, ২০১৯,
  • 744 সংবাদটি পঠিক হয়েছে

আগামী পাঁচ বছরে আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন শেষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের নিরাপত্তার জন্য আমরা ১০ বছরে অনেক পুলিশ নিয়োগ দিয়েছে। আগামী ৫ বছরে আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ দিতে হবে। যাতে জনগণ সঠিক সেবা পেতে পারেন।

বর্তমানে পুলিশ বাহিনীতে ২ লাখ ১২ হাজার পুলিশ রয়েছে।

এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা জাগো নিউজকে বলেন, জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে জনশৃঙ্খলা ও জনশান্তি দুটোই বৃদ্ধি পেয়েছে। তাই পুলিশের সেবা অটুট রাখতে আরও প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »