এই এক বর্বর নিষ্ঠুরতা ও অমানবিকতার জ্বলন্ত উদাহরণ! এই ‘মা’ মা নয় এই এক ডাইনি। প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে এক মাসের শিশু পুত্রকে পানিতে ফেলে হত্যা করেছে এক মা। আজ রবিবার কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাটে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের একটি দল বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে। এই হত্যার দায়ে মা ও শিশুটির নানা অবকাশ অধিকারীকে আটক করেছে পুলিশ। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারণে মনিষা তার জা ও ভাসুরকে ফাঁসাতে এ ঘটনা ঘটিয়েছে। শিশুটি ওই দম্পত্তির প্রথম সন্তান বলে জানা যায়। মনিষা অধিকারী ওয়াবাদারহাট গ্রামের লিংকন মিত্রের স্ত্রী। লিংকন মিত্র ঢাকায় চাকুরি করেন। কপি -চক্রধর চৌধুরী