আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রাজাপুরে চেয়ারম্যান পদে প্রার্থী হতে
যাচ্ছনে চন্দ্র শেখর হালদার। পঞ্চম বারের উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি রাজাপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন উপজেলা আওয়ামীলীগের অনেকেই। ইতিমধ্যে চেয়ারম্যান প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে অনেকেই শুরু করেছেন দৌড়ঝাঁপ । তাদের ভিতরে কিছু নতুন মুখসহ রয়েছে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান।
অপরদিকে রাজাপুরের ইতিহাসে চেয়ারম্যান পদে সর্বপ্রথম নারী প্রার্থী হয়ে নির্বাচনে দলীয় টিকিট পেতে বর্তমানে দৌড়ঝাঁপের রয়েছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। তবে শীর্ষে আছেন চন্দ্র শেখর হালদার। ভাইস-চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে উপজেলার সকল মানুষের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় প্রার্থী হিসেবে তার অংশগ্রহনে সংখ্যালঘুভোটারসহ অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।
এ উপজেলায় ইতিহাসে প্রথম সংখ্যালঘু প্রার্থী চন্দ্র শেখর হালদার।তিনি ঝালকাঠী হিন্দু ঐক্যপরিষদের সভাপতি এবং বিশ্ব হিন্দু পরিষদের যুগ্ন সম্পাদক ।
উল্লেখ্য, এ উপজেলায় প্রথমবার ১৯৮৫ সালে তালুকদার শামিম জাহাঙ্গির, দ্বিতীয় বারে ১৯৯০ সালে আঃ শুকুর মৃধা, তৃতীয়বার ২০০৯ সালে মিলন মাহমুদ বা”চু মৃধা, চতুর্থবার ২০১৪ সালে অধ্যক্ষ মনিরউজ্জামান রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দ্বায়িত্ব পালন করেন।