দিনাজপুর জেলাধীন বোচাগন্জ উপজেলার ২নং ইশানিয়া ইউপি-এর দেওগাঁও গ্রামের শ্রী শ্রী রাধারমন বিগ্রহজীউ মন্দিরের প্রাচীরের উপর ঘর নির্মাণ করে দেওগাঁও গ্রামের মোঃ সামেদুর রহমান মন্দির দখলের আবারো পায়তারা শুরু করেছে বলে জানাগেছে।
ইতিপূর্বে দেওগাঁও গ্রামের শ্রী শ্রী রাধারমন বিগ্রহজীউ মন্দিরের প্রাচীরের উপর প্রাচীর নির্মাণ করে দেওগাঁও গ্রামের করেছে মাসুম সরকার, ইয়াসিন আলী দুলাল, মোঃ সামেদুর রহমান, মোঃজনি, মোঃরণিসহ আরো অনেকে। প্রাচীরের উপর প্রাচীর তৈরি করে তারা ঘরঘরবাড়ী ও ল্যাট্রিন নির্মাণ করে হিংসাত্মক মূলক কার্যক্রম সহ অর্পিত সম্পত্তি বেদখল করে।