কথায় আছে “পাপ বাপকে ও ছাড়ে না “!
আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক ওরফে বাবু সোনা হত্যা মামলার মূল আসামি কামরুল ইসলামের মৃত্যু।
বিশেষ জজ আদালতের পিপি রথীশ চন্দ্র ভৌমিক ওরফে বাবু সোনা হত্যা মামলার মূল আসামি কামরুল ইসলাম মারা গেছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। রংপুর কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। কামরুল ইসলাম বেশ কিছুদিন থেকে ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। ভোর রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যায়।