চিকিৎসার জন্য তিন মাস লন্ডনে অবস্থান শেষে গত বুধবার দেশে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে ফিরেই জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাকে জামিন দেন। এদিকে রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
লন্ডন থেকে দেশে ফেরার পর আজ সোমবার (২৩ অক্টোবর) দলের স্থায়ী কমিটির সদস্যদের প্রথম বৈঠক ডেকেছে বিএনপি প্রধান। রাত সাড়ে ৮টায় গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির একটি সূত্রে জানা গেছে, আজকের (২৩ অক্টোবর) বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। এই বৈঠকে দলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ-আলোচনা হবে। আজকের আলোচনায় থাকতে পারে চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কমিশনের সঙ্গে শেষ হওয়া সংলাপ, খালেদা জিয়াসহ দলের সিনিয়র নেতাদের নামে হওয়া মামলা, আগামী রাজনৈতিক পরিকল্পনা, দলের সদস্য সংগ্রহ কর্মসূচি, সহায়ক সরকারের রুপরেখা, দেশের বিচার বিভাগ, একাদশ জাতীয় নির্বাচন, দলের অঙ্গ-সহযোগি সংগঠনকে শক্তিশালী করা ও নতুন রাজনৈতিক কর্মসূচিসহ সুষমা স্বরাজের সঙ্গে খালেদা জিয়ার যে আলোচনা হয়েছে সে বিষয়েও আলোচনা হবে। এই আলোচনা থেকেই গুরুত্বপূর্ণ নতুন সিদ্ধান্ত আসবে বলে জানান বিএনপির একাধিক নেতা।
এছাড়ও দীর্ঘদিন লন্ডনে থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিএনপি প্রধান আলোচনা করে যেসব সিদ্ধান্ত নিয়েছেন সেসব বিষয়ও স্থান পাবে আজকের এই বৈঠকে। এই বৈঠকের পরই ২০ দলীয় জোটের বৈঠক ডাকবে বিএনপি। এরপরই বিভিন্ন বিষয়ে নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।