নেছারাবাদ(স্বরূপকাঠিতে) সোহাগদলের তিন শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগটি অবশেষে এফআইআর ভুক্ত করেছে নেছারাবাদ থানা পুলিশ। গত ২২ জানুয়ারী ৪বছর ,৬ বছর ও ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীকে মোবাইলে পর্ণগ্রাফি দেখিয়ে যৌন হেনস্থার অভিযোগ করেন তাদের অভিবাবকগণ।
নেছারাবাদ থানা ডিউটি অফিসার সূত্রে ২২ জানুয়ারী ৩টায় ও সরেজমিনে সন্ধ্যায় দেখাযায় অভিযুক্ত রফিককে গ্রেফতার করে থানা হাজতে আটক রাখা হয়েছে, কিন্তু রাতে নেছারাবাদ থানার ওসি কে এম তারিকুল ইসলাম জানিয়ে ছিলেন, শিশুদের অভিযোগটি মিথ্যা এবং রফিককে গ্রেফতার নয় তাকে এমনিতেই ডেকে আনা হয়েছিল।
২৩ জানুয়ারী নেছারাবাদ থানার এএসআই শাহ্ আলী (২২ জানুয়ারী ডিউটি অফিসারের দায়িত্বে থাকা) জানান, সোহাগদলের শিশু ধর্ষণ চেষ্টা অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর সংশোধনী ২০০৩/৯/৪(খ) ধারায় এফআইআর ভুক্ত করা হয়েছে যার নম্বর ১৩ এবং রফিককে পিরোজপুর জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।