উত্তর প্রদেশের বিজনৌরে স্বামী আর দুই বাচ্চাকে ছেড়ে ধর্ম বদলে নিকাহ করা মহিলাকে তাঁর নতুন স্বামী গলা টিপে হত্যা করল। পুলিশ সুত্র অনুযায়ী, দিল্লির ব্রহ্মপুরীর বাসিন্দা নিধি শর্মা গত বছরের ১৭ই জুলাই তাঁর স্বামী আর দুই বাচ্চাকে ছেড়ে দিল্লীতে কাজ করা বিজনৌরের বাসিন্দা ইন্তেজার এর সাথে বিয়ে করে। বিয়ে করার আগে ধর্ম পরিবর্তন করে নিজের নাম ইকরা রেখেছিল নিধি। ইন্তেজারের সাথে নিকাহ এর পর দিল্লির জাফরাবাদে বাস করত সে।
নিধি (ইকরা) এর স্বামী সঞ্জয় ২৪ জুলাই নিধির নিখোঁজ হওয়ার রিপোর্ট নিউ জমুনানগর থানায় দায়ের করেছিলেন। সুত্র অনুসারে, গত বুধবার ইন্তেজার একটি গাড়ির মধ্যে ইকরা (নিধি)এর মৃত দেহ নিয়ে বিজনৌরে কবর দিতে নিয়ে গেছিল। ইন্তেজার-এর প্রথম বিবি আফরোজ-এর পিতা এই ঘটনা জানতে পেরে পুলিশে খবর দেয়।
পুলিশের কানে কথা পৌঁছালে পুলিশ ইন্তেজারকে গ্রেফতার করে। কোতওয়াল বিজেন্দ্রপাল রাণা জানান, ইন্তেযার গলা টিপে নিধি (ইকরা) কে খুন করেছিল। ইন্তেজারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে জে, ফেসবুকের মাধ্যমে দুজনের সাথে পরিচয় হয়েছিল।