প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সহ তিনজনকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করা হল। প্রজাতন্ত্র দিবসের আগে রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। অমর্ত্য সেনের পর তিনিই দ্বিতীয় বাঙালি, যাঁকে ভারতরত্ন দেওয়া হচ্ছে।
প্রণব মুখোপাধ্যায় ছাড়াও মরণোত্তর ভারতরত্ন পাচ্ছেন সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকা ও সমাজকর্মী নানাজি দেশমুখ।
এই ঘোষণার পর নরেন্দ্র মোদী ট্যুইট করে তিনজনের ভূমিকার কথাই উল্লেখ করেছেন। প্রণব মুকোপাধ্যায় সম্পর্কে তিনি লিখেছেন, ‘প্রণব দা, আমাদের সময়কার একজন অসাধারণ রাষ্ট্রনেতা। তিনি দশকের পর দশক অক্লান্ত ও নিঃস্বার্থভাবে দেশের সেবা করে গিয়েছেন। দেশের উন্নয়নে ওনার বড় ভুমিকা রয়েছে। তাঁর বুদ্ধি ও জ্ঞানের কোনও বিকল্প নেই।’
বিস্তারিত আসছে…